মস্তিষ্কের স্ট্রোক এর ফলে বিভিন্ন অঙ্গে পক্ষাঘাত বা প্যারালাইসিস হতে দেখা যায়। স্ট্রোকের ফলে সৃষ্ট অনেকগুলো জটিলতার মধ্যে প্যারালাইসিস অন্যতম। মস্তিষ্ক নিউরন নামক অসংখ্য কোষ দ্বারা গঠিত। এই কোষ তথা নিউরনসমূহ অত্যন্ত সংবেদনশীল। যেহেতু একমাত্র রক্তের মাধ্যমে মস্তিষ্কে অক্সিজেন এবং শর্করা সরবরাহ হয়, তাই রক্ত প্রবাহে বাধার ফলে অক্সিজেন এবং শর্করার অভাবে দ্রুত এই নিউরনগুলো মরে যায়। ফলে ঐ নিউরনগুলো শরীরের যে অংশ নিয়ন্ত্রণ করতো, সেই অংশগুলোর প্যারালাইসিস বা পক্ষাঘাত হয়ে যায়।
সাধারণত মস্তিষ্কের ডান অংশ নিয়ন্ত্রণ করে শরীরের বাঁ অংশকে এবং বাঁ অংশ নিয়ন্ত্রণ করে শরীরের ডান অংশকে। তাই স্ট্রোক মস্তিষ্কের যে পাশে হয়, শরীরে প্যারালাইসিস তার বিপরীত পাশে হয়। রোগীর শরীরের কতটুকু অংশের প্যারালাইসিস হবে, তা নির্ভর করে মস্তিষ্কের অঞ্চলসমূহের কোন এলাকায় রক্ত চলাচলে ব্যত্যয় ঘটলো বা রক্তপাত হলো, কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হলো এবং কত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা হলো, তার উপর।
স্ট্রোক ছাড়াও পক্ষাঘাত বা প্যারালাইসিস সাধারণতঃ স্নায়ুতে আঘাতের ফলে শুরু হয়ে থাকে, বিশেষ করে শিরদাঁড়া অর্থাৎ মেরুদণ্ডে আঘাত লেগে। অন্যান্য কিছু কারণ হল পোলিও, পার্কিন্সন্স ডিজিজ, এ এল এস, বোটুলিজম, মালটিপ্ল স্ক্লেরোসিস, গুলে বারে সিনড্রোম, জন্মগত সিফিলিস, স্পাইনা বাইফিডা, সেরিব্রাল প্যালসি ইত্যাদি।
তবে আজ আমরা মূলতঃ স্ট্রোক এর পর হাত পা, চোখের পাতা পক্ষাঘাত বা প্যারালাইসিস সম্পর্কে আলোকপাত করবো। স্ট্রোক সাধারণত তিন ধরনের হয়ে থাকে-
- ইসকেমিক(Ischemic) স্ট্রোক: এ ধরনের স্ট্রোকে মস্তিষ্কের রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যায়। ফলে ওই রক্তনালী দিয়ে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে রক্ত প্রবাহিত হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের স্ট্রোক দেখা যায়।
- হেমোরেজিক(Hemorrhagic) স্ট্রোক: এ ধরনের স্ট্রোকে মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে যায় এবং রক্তপাত হয়। এ ধরনের স্ট্রোক তুলনামূলকভাবে বেশি মারাত্মক।
- ছোট স্ট্রোক (Mini Stroke or Transient Ischemic Attack - TIA): মস্তিষ্কের রক্তনালীতে অস্থায়ীভাবে অল্প কিছু সময়ের জন্য রক্ত জমাট বেধে এই স্ট্রোক সৃষ্টি করে । যেটা দ্রুতই আবার ২৪ ঘন্টার ভিতরে ভাল হয়ে যায়।
হঠাৎ করে মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে বা রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে একদিকের অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। মস্তিষ্কের ভিন্ন ভিন্ন জায়গা শরীরের ভিন্ন ভিন্ন অংশের কাজের জন্য নির্দিষ্ট থাকে। তাই মস্তিষ্কের কোথায় কতটুকু আক্রান্ত হয়েছে, তার ওপর নির্ভর করে স্ট্রোকের উপসর্গ। এর ফলে যে যে উপসর্গ দেখা দিতে পারে-
- স্ট্রোকের পর শরীরের এক পাশ অথবা অনেক সময় দুই পাশই অবশ হয়ে যায়
- মাংসপেশির টোন বা স্থিতিস্থাপকতা প্রাথমিক পর্যায়ে কমে যায়। পরে আস্তে আস্তে টোন বাড়তে থাকে অথবা হাত ও পায়ের মাংশপেশি দুর্বল ও নরম হয়ে যায়
- হাঁটতে না পারা
- হাত ও পায়ে ব্যথা থাকতে পারে। নড়াচড়া সম্পূর্ণ বা আংশিক কমে যেতে পারে
- মাংসপেশি শুকিয়ে অথবা শক্ত হয়ে যেতে পারে
- কথা বলা বা খাবার খেতেও সমস্যা দেখা দিতে পারে
- চোখের পাতা ঝুলে পরতে পারে
- অজ্ঞান হয়ে যাওয়া
- খিঁচুনি হওয়া
- মুখ বেঁকে যাওয়া, হাসলে মুখ অন্য পাশে চলে যাওয়া
- কথা বলতে না পারা, কথা জড়িয়ে যাওয়া
- হঠাৎ চোখে না দেখা, চোখে একটি জিনিস দু’টি দেখা
- গিলতে সমস্যা হওয়া
- বমি বমি ভাব বা বমি, ঘুম ঘুম ভাব
- প্রচণ্ড মাথাব্যথা প্রভৃতি
- দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে অন্যতম হলো নিউমোনিয়া ও মূত্রথলির নিয়ন্ত্রণ হারানো
স্ট্রোক হওয়ার পেছনে দায়ী
উচ্চ রক্তচাপ হলো স্ট্রোকের প্রধান ঝুঁকিপূর্ণ উপাদান। অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো-
- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
- হার্টের রোগ থাকলে
- স্থূলতা অর্থ্যাৎ অতিরিক্ত ওজনের মানুষ
- ধূমপান, মদ্যপান
- রক্তে বেশি মাত্রায় কোলেস্টেরল থাকলে
- পারিবারিক ইতিহাস প্রভৃতি
- কায়িকশ্রম যারা কম করে
- জন্মবিরতিকরণ পিল খেলে
স্ট্রোক এর পর অবশ বা প্যারালাইসিস হলে করনীয়
স্ট্রোকের চিকিৎসা সাধারণত দু’টি পর্যায়ে বিভক্ত। একটি হলো স্ট্রোকের তাৎক্ষণিক চিকিৎসা যা হাসপাতালে নেয়ার পর দেয়া হয়ে থাকে আর দ্বিতীয়টি হলো প্যারালাইসিস হলে এর চিকিৎসা। তাই স্ট্রোক হলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে। হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসার অল্প কিছুদিন পর প্যারালাইসিসের চিকিৎসা নিতে হয়। প্যারালাইসিস বিভিন্ন অঙ্গপ্রতঙ্গে হতে পারে যার প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে। এর জন্য একজন অভিজ্ঞ এবং রেজিস্টার্ড একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিলে সুফল পাবেন ইনশা-আল্লাহ।যা যা জেনেছেনঃ
- প্যারালাইসিস কেন হয়
- প্যারালাইসিস থেকে মুক্তির উপায়
- প্যারালাইসিস এর ওষুধ
- প্যারালাইসিস লক্ষণ
- প্যারালাইসিস রোগের চিকিৎসা
- প্যারালাইসিস কি ভালো হয়
- মিনি স্ট্রোক এর লক্ষণ
- স্ট্রোক কি
- স্ট্রোক হলে করনীয়
- ব্রেন স্ট্রোক এর লক্ষণ
- স্ট্রোক কি কারনে হয়
- স্ট্রোকের পূর্ব লক্ষণ
- হেমোরেজিক স্ট্রোক
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤