অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট যাকে অনেকেই না বুঝে অন্ডকোষে ছোট ছোট গোটা, অন্ডকোষের ভিতরে গুটি, অন্ডকোষের থলিতে গুটি, অণ্ডকোষে গোটা, অন্ডকোষে টিউমার অন্ডকোষে দানা ইত্যাদি নাম অবহিত করে থাকেন। মূলত পুরুষদের অন্ডথলিতে টিউমারের মতো ছোট ছোট গুটিকা গুলি সেবাসিয়াস সিস্ট Sebaceous Cyst on Scrotum. এই সিস্টের ভেতর সাদা তরল ও চর্বিজাতীয় পদার্থ থাকে যাকে মূলত সেবাম বলা হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় এর কোনো ব্যথা থাকে না।
কিন্তু কোনো কারণে ইনফেকশন হলে বা পেকে গেলে ভেতরে পুঁজের মতো দেখা যায়। এ সিস্টের একটা পাতলা আবরণ থাকে, যা ভেতরের সব পদার্থকে ঢেকে রাখে। দেখা যায় পুরুষদের যৌনাঙ্গে বা অন্ডকোষে ছোট ছোট মুক্তার দানার মত সিস্ট হচ্ছে। যা একটি দুটি থেকে অসংখ্য সংখ্যায় হতে পারে। যা দেখতে বেশি বিশ্রী বিব্রতকর এবং যে কখনো দেখেনি, সে হয়তো ভয় পেতে পারে। শুরুতেই হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এই সমস্যাটি অধিকাংশ সময়েই দূর হয়ে যায়, কিন্তু পুরাতন অবস্থায় এটি ঠিক করতে বেশ সময় লেগে যায় বহু ক্ষেত্রেই।
কিন্তু কোনো কারণে ইনফেকশন হলে বা পেকে গেলে ভেতরে পুঁজের মতো দেখা যায়। এ সিস্টের একটা পাতলা আবরণ থাকে, যা ভেতরের সব পদার্থকে ঢেকে রাখে। দেখা যায় পুরুষদের যৌনাঙ্গে বা অন্ডকোষে ছোট ছোট মুক্তার দানার মত সিস্ট হচ্ছে। যা একটি দুটি থেকে অসংখ্য সংখ্যায় হতে পারে। যা দেখতে বেশি বিশ্রী বিব্রতকর এবং যে কখনো দেখেনি, সে হয়তো ভয় পেতে পারে। শুরুতেই হোমিওপ্যাথি চিকিৎসা নিলে এই সমস্যাটি অধিকাংশ সময়েই দূর হয়ে যায়, কিন্তু পুরাতন অবস্থায় এটি ঠিক করতে বেশ সময় লেগে যায় বহু ক্ষেত্রেই।
অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট - কারণ সমূহ
- সেবাসিয়াস গ্ল্যান্ডের ব্লক
- লোমকূপ ফুলে যাওয়া
- ত্বকে কোন ধরনের আঘাত
- পুরুষদের মাত্রাতিরিক্ত টেস্টোস্টেরোন হরমোন নিঃস্বরণ ইত্যাদি
অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট - লক্ষণ ও উপসর্গ
- স্ক্রোটামের ত্বকে শক্ত দলার মত ছোট ছোট গুটি অনুভূত
- ধীরে ধীরে গুটিকার পরিমান বাড়তে থাকে
- গুটিকাগুলি কয়েকটি থেকে অধিক পরিমান হতে পারে
- প্রথমে ব্যথা না হলেও পরে ব্যথা হতে পারে
- কারো ক্ষেত্রে চুলকানি হতে পারে
- টিপলে আঠালো সাদা পদার্থ বের হতে পারে
অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট - চিকিৎসা
মূলত এই সমস্যা নির্মূলের কোন এলোপ্যাথিক চিকিৎসা নেই। এইগুলি মূলত সার্জারি করে অপসারণ করা হয়ে থাকে। যদি অল্প কয়েকটি হয়ে থাকে আর নতুন করে না হয় তাহলে সেগুলি সার্জারি করে সুফল পেতে পারেন। কিন্তু যখন অনবরত হতে থাকে তাহলে সার্জারি করলেও কোন ফল হয় না কারণ নতুন করে আবার হয়ে আগের মত হয়ে যায়। তবে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিলে সুফল পাবেন আশা করি।অন্ডকোষে গুটি হোমিও চিকিৎসা - সেবাসিয়াস সিস্ট
জেনে রাখা উচিত, অন্ডথলিতে টিউমারের মতো ছোট ছোট গুটি অর্থ্যাৎ সেবাসিয়াস সিস্ট খুবই জটিল প্রকৃতির এক প্রকার চর্ম রোগ। আপনি যতবার সার্জারি বা অপারেশন করে এইগুলি ফেলে দিবেন গুটিগুলি ততবারই জন্মাবে। অর্থাৎ হোমিওপ্যাথি ছাড়া এর বিকল্প কোন নিরাময় নেই। তবে এর চিকিৎসার জন্য দক্ষ একজন হোমিও আবশ্যক অন্যথায় শতভাগ বিফল হওয়ার সম্ভবনা রয়েছে। তাছাড়া রোগের পুরাতন অবস্থায় হোমিও চিকিৎসা নিলেও অধিকাংশ কেইসই ঠিক হতে বেশ সময় লেগে যায়।ইন্টারনেটে বা ইউটিউবে বহু হাতুড়ে হোমিও ডাক্তার রয়েছে যারা কোমলমতি মানুষদেরকে Thuja 200, Graphites 200, Calcarea flour 12x, Silicea 6x ইত্যাদি ঔষধ খাওয়ার পরামর্শ দিচ্ছে। ইউটিউবের এই সব হাতুড়ে হোমিও ডাক্তার থেকে সাবধান থাকুন। এই ঔষধগুলি অন্ডথলিতে টিউমারের মতো ছোট ছোট গুটি অর্থাৎ সেবাসিয়াস সিস্ট আদৌ নির্মূল করে না।
যা যা জেনেছেন
- অন্ডকোষে গুটি হোমিও চিকিৎসা
- অন্ডকোষে টিউমারের লক্ষণ
- অন্ডকোষের আকার
- অন্ডকোষে সিস্ট দূর করার উপায়
- অন্ডকোষের অপারেশন
- অন্ডকোষে ছোট ছোট বিচি
- অন্ডকোষের চামড়ায় ফুসকুড়ি
- অন্ডকোষে ব্যথার কারণ ও প্রতিকার
- অন্ডকোষে সিস্ট কেন হয়
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤