চর্মরোগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চর্মরোগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৭ জুলাই, ২০২০

কার্বাংকল Carbuncles দুষ্টব্রণ, ফোঁড়া থেকেও ভয়ঙ্কর - কারণ লক্ষণ এবং স্থায়ী চিকিৎসা

কার্বাঙ্কল মূলত লাল, ফোলা এবং ব্যথাযুক্ত একপ্রকার ফোঁড়া এবং এই ফোড়া বেশ বেদনাদায়ক হয়ে থাকে যেগুলি গুচ্ছাকারে ত্বকের নীচে একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই ফোঁড়া বা কার্বাংকল Carbuncle বা দুষ্টব্রণ হচ্ছে চামড়ার লোমকূপ বা হেয়ার ফলিকলের একপ্রকার সংক্রমণ যেগুলির মধ্যে পুঁজ থাকে। এই যন্ত্রণাদায়ক কার্বাংকল শরীরের যেকোন স্থানেই হতে পারে যেমন - নিতম্ব, উরু, কুঁচকি এবং বগলে। তবে তা পিঠে ও ঘাড়ের পিছন দিকে সবচেয়ে বেশি হতে দেখা যায়। মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি কার্বাংকলে আক্রান্ত হয়ে থাকে। যেহেতু এই সমস্যা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সংক্রামক তাই একই সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের কার্বাংকল হতে পারে। প্রায়ই কার্বাংকল এর কারণ নির্ণয় করা যায় না।

কার্বাংকল Carbuncles - কারণ 

বেশির ভাগ কার্বাংকল Staphylococcus Aureus ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এই ব্যাকটিরিয়াগুলি চুলের ফলিকল, ছোট আঁচড় বা ছিদ্র দিয়ে ত্বকে প্রবেশ করে সংক্রমণ ঘটায়, যদিও কখনও কখনও প্রবেশের কোনও সুস্পষ্ট বিন্দু থাকে না। সংক্রমণটি ছোঁয়াচে, অর্থাৎ এটি দেহের অন্যান্য অংশে বা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

কার্বাঙ্কল যেকোন জায়গায় হতে পারে। কিন্তু তা পিঠে ও ঘাড়ের পিছন দিকে হতে সবচেয়ে বেশি দেখা যায়। মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি কার্বাংকলে আক্রান্ত হয়ে থাকে। যেহেতু সমস্যা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সংক্রামক তাই একই সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের কার্বাংকল হতে পারে। প্রায়ই কার্বাংকল এর কারণ নির্ণয় করা যায় না।

কার্বাংকল Carbuncles - লক্ষণসমুহ

  • চামড়ার নিচে ফোলা পিণ্ড দেখা দেয়া
  • লাল বর্ণ ধারণ করা এবং জ্বালাপোড়া করা
  • স্পর্শকাতর ব্যথা হওয়া 
  • খুব দ্রুত বেড়ে উঠা 
  • পুঁজ দ্বারা পরিপুর্ণ থাকা
  • পুঁজ বের হওয়া
  •  অন্যান্য ত্বকের অংশে ছড়িয়ে পড়া
এছাড়াও আরো কিছু লক্ষণ এবং উপসর্গ প্রকাশ পেতে পারে, তবে সেগুলি ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে যেমনঃ
  • জ্বর জ্বর অনুভব করা
  • অস্বস্তি বোধ করা 
  • ক্লান্তি বোধ করা 
  • কার্বাংকল হওয়ার পূর্বে ত্বকে চুলকানি

কার্বাংকল Carbuncles - ঝুঁকিতে আছেন যারা 

  • কিডনি সমস্যা যাদের আছে 
  • লিভারের সমস্যা যাদের আছে 
  • ডায়াবেটিস যাদের আছে 
  • দুর্বল ইমিউন সিসটেম
  • পুরাতন চর্মরোগ যাদের আছে 

কার্বাংকল Carbuncles - চিকিৎসা 

চিকিৎসা দিতে গিয়ে দেখেছি যারা এই সমস্যায় আক্রান্ত হন তারা সুচিকিৎসা না পেয়ে দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটি নিয়ে কষ্টকর একটি জীবন যাপন করে আসছেন। অথচ প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসায় কার্বাংকল Carbuncles বা শরীরে এই ফোঁড়ার সমস্যা চিরতরে নির্মূল হয়ে যায়। হোমিওপ্যাথিতে এই সমস্যা নির্মূলের অনেক মেডিসিন রয়েছে। এখানে Oscar E Boericke এর রেপার্টরী থেকে দেখানো হলো -
Oscar E Boericke-Carbuncles
একই ভাবে Synthesis Repertory তে কার্বাংকলCarbuncle এর জন্য যে মেডিসিনগুলি রয়েছে -
Synthesis Repertory-Carbuncles
এই ঔষধগুলি থেকে চিকিৎসক কেইস টেকিং এর সময় আপনার বিস্তারিত তথ্যাদি নিয়ে আপনার উপযোগী ঔষধ আপনার শরীরে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করবেন। এই সমস্যায় কেউ আক্রান্ত হয়ে থাকলে অভিজ্ঞ কোন হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করে সুচিকিৎসা নিন, দেখবেন সমস্যাটি কিছুটা সময়ের ব্যবধানে চিরতরে নির্মূল হয়ে আপনি সুস্থ হয়ে উঠছেন। ধন্যবাদ
বিস্তারিত

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

নখ কুনি ও নখের ফাঙ্গাস! নখ মোটা পুরু বা ফেটে যাওয়া রোগের কার্যকর চিকিৎসা

নখের ফাঙ্গাস হল অতি সাধারণভাবে দেখতে পাওয়া একটি ছত্রাকের সংক্রমণ যা হাতের নখে বা পায়ের নখে হয়। এটি নখের ডগা বা প্রান্তভাগ থেকে শুরু করে নখের মধ্যবর্তী স্থানে ছড়িয়ে পড়ে এবং নখের রঙকে ফ্যাকাশে অথবা পরিবর্তিত করে। যদিও নখে ছত্রাক সংক্রমণ কোন গুরুতর বা জটিল পরিস্থিতি নয়, তবে এটি নিরাময় হতে দীর্ঘদিন সময় লাগতে পারে।

আবার কারো কারো নখ কুনির সমস্যাও দেখা দেয়। এর সাধারণ অবস্থা হল পায়ের বড় আঙুলর নখ পাশ নরম মাংসের মধ্যে বৃদ্ধি পাওয়া। ফলে কখনও কখনও ব্যথা, লালচেভাব, ফোলা, সংক্রমণ হয়

নখের ফাঙ্গাস -  লক্ষণ ও উপসর্গগুলি 

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি নখে ছত্রাকের সংক্রমণ নীচে দেওয়া উপসর্গগুলির মধ্যে যেকোন একটির কারণে হতে পারে:
  • নখের চারপাশে ব্যথা
  • নখের চারপাশের অংশ ফোলা
  • নখের আকারের পরিবর্তন
  • নখ শক্ত হয়ে যাওয়া
  • নখের রঙের ফ্যাকাশেভাব বা পরিবর্তন হয়ে যাওয়া
  • ভাঙ্গা নখ
  • নখের ভিতর ময়লা জমে থাকা
  • নখের প্রান্ত ভাগ ভেঙ্গে ভেঙ্গে যাওয়া
  • নখের চকচকে ও উজ্জ্বলভাব কমে যাওয়া

নখের ফাঙ্গাস - প্রধান কারণগুলি

সাধারণত হাতের নখের সংক্রমণের চেয়ে পায়ের নখের সংক্রমণ বেশি হতে দেখা যায়। নীচে দেওয়া পরিস্থিতিগুলি নখে ছত্রাক সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়:
  • নখে অথবা ত্বকে সামান্য আঘাত লাগা।
  • দুর্বল অনাক্রম্যতা
  • নখের বিকৃতি
  • নখের রোগ
  • চাপা জুতো পরিধানের ফলে নখে হাওয়া চলাচল বাধা পায়
  • বহুসময় ধরে ত্বক আর্দ্র বা ভিজে অবস্থায় থাকা

নখের ফাঙ্গাস - রোগ নির্ণয় ও চিকিৎসা

  • নখের স্বাস্থ্য পরীক্ষা
  • নখটিকে চাঁচা হয়, এবং টিস্যুটিকে একটি মাইক্রোস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। এটি নখে কি ধরনের ছত্রাক সংক্রমণ হয়েছে তা নিশ্চিত করতে সাহায্য করে।
চিকিৎসা: নখ মোটা পুরু বা ফেটে যাওয়া রোগের কার্যকর চিকিৎসা হোমিওপ্যাথি। এর জন্য এক্সপার্ট কোন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিন।

নখের ফাঙ্গাস - পরামর্শ 

নখের সংক্রমণ প্রতিহত করার উপায়:
  • সর্বদা আপনার নখ ও তার পার্শ্ববর্তী ত্বককে পরিষ্কার ও শুষ্ক রাখুন
  • আপনার শরীর বা অন্য কারোর উপর অন্যান্য কোন ছত্রাক সংক্রমণের সংস্পর্শ হলে স্থানটিকে যথাযথভাবে ধুয়ে ফেলুন
  • অন্য ব্যক্তির হাত ও পা পরিষ্কারের সরঞ্জাম ব্যবহার এড়িয়ে চলুন
  • আপনার নখ ও ত্বকের সবচেয়ে ভালো পরিচর্যা করুন
নখের ফাঙ্গাস ঔষধ, হাতের নখের ফাঙ্গাস দূর করার উপায়, নখের ইনফেকশন, নখ মরে যাওয়া, ফাঙ্গাস এর চিকিৎসা, পায়ের নখের সমস্যা সমাধান, পায়ের নখ মরে যাচ্ছে এই সকল সমস্যার উন্নত চিকিৎসা মূলত হোমিওপ্যাথি। 
বিস্তারিত