সাইনুসাইটিস Sinusitis টাইপ, কারন, লক্ষণ জটিলতা ও সাইনোসাইটিস দূর করার উপায় সম্পর্কে আজ আমরা জানবো। আমাদের নাকের চারপাশে অস্থিসমূহে যে ফাঁকা স্থান বা বায়ুপূর্ণ কুঠুরি অর্থাৎ সাইনাস থাকে সেই সাইনাসের অভ্যন্তরীন আবরনি ঝিল্লিতে যখন প্রদাহ হয় একেই সাইনুসাইটিস বলা হয়। এটি আবার ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণেও হতে পারে। অনেকেই মাথা ব্যথা হলেই Sinusitis সন্দেহ করে থাকেন। কিন্তু মাথাব্যথা মানেই সাইনুসাইটিস নয়। সাইনুসাইটিসের ব্যথাটা একটু আলাদা ধরনের। অন্যান্য ব্যথার থেকে সহজেই আলাদা করা যায় সাইনুসাইটিসকে। যেকোনে বয়সেই হতে পারেএই সমস্যা। তবে কমবয়সীদের মধ্যে এ সমস্যা বেশি হয়ে থাকে।
রেজিস্টার্ড একজন হোমিওপ্যাথিক চিকিৎসক পেসেন্টের কেইস নিয়ে সেই আলোকে ঔষধ সিলেক্ট করে যথাযথ ভাবে প্রয়োগ করবেন।
সাইনুসাইটিস Sinusitis - টাইপ
সাইনুসাইটিস মূলত দুই ধরনের হয়ে থাকে –- কিউট বা তীব্র
- ক্রনিক বা দীর্ঘমেয়াদি
সাইনুসাইটিস Sinusitis - কারণ
- দাঁত, চোখ, নাকের অসুখ থেকে সাইনুসাইটিস হতে পারে
- ব্যাকটেরিয়া, ভাইরাস বা এলার্জির কারণেও সাইনুসাইটিস হয়ে থাকে
- দীর্ঘদিন ঠান্ডা লেগে থাকলে সাইনুসাইটিস হতে পারে - এছাড়া
- নাকের ইনফেকশন
- দাঁতের ইনফেকশন
- নাকের প্যাক
- নাকের পলিপ
- নাকের বাঁকা হাড়
- নাকের মাংস ফুলে বড় হয়ে যাওয়া (হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট)।
- দূষিত পানি কিংবা উচ্চমাত্রার ক্লোরিনযুক্ত পানিতে গোসল করলে সাইনুসাইটিস হবার সম্ভাবনা থাকে।
- যেকোনো আঘাতের কারণে সাইনাস ছিদ্র হয়ে উন্মুক্ত হলে ইনফেকশন হতে পারে।
- সিস্টিক ফাইব্রোসিস।
- এডিনয়েড বড় হয়ে গেলে
- জন্মগতভাবে নাকের পেছনের ছিদ্রটি বন্ধ থাকা ইত্যাদি
সাইনুসাইটিস Sinusitis - লক্ষণ ও উপসর্গ
- মাথা ব্যথা সাইনুসাইটিসের প্রধান লক্ষণ। কপাল ও নাকের চারপাশে ব্যথা অনুভব করবে। মাথা ভার হবে ও নিচের দিকে ঝুঁকে পড়লে ব্যথা বেড়ে যাবে। রোদে গেলেও মাথা ব্যথা বেড়ে যাবে।
- সব সময় নাক বন্ধ থাকা
- নাক দিয়ে অবিরত পানিপড়া
- হঠাৎ নাক বন্ধ হয়ে যাওয়া
- মাথা ভারী লাগা
- বমি বমি ভাব হবে
- সকালে ঘুম থেকে ওঠার পর মাথাব্যথা হতে পারে
- কাজকর্মে অনীহা
- স্বাদ ও ঘ্রাণ বুঝতে না পারা
- মাথা নাড়াচাড়া করলে, হাঁটলে বা মাথা নিচু করলে ব্যথার তীব্রতা আরো বেড়ে যায়
- জ্বর জ্বর ভাব থাকে, কোনো কিছুতেই ভালো লাগে না এবং অল্পতেই ক্লান্ত হয়ে যায়
- সাইনাস এর এক্স রে করলে সাইনাস ঘোলাটে দেখায়
সাইনুসাইটিস Sinusitis - জটিলতা
সাইনাসগুলো চোখ এবং ব্রেইনের পাশে থাকে বলে সাইনাসের ইনফেকশন হলে তা চোখ এবং মস্তিষ্কেরও জটিলতা সৃষ্টি করতে পারে। যেমন-- অরবিটাল সেলুলাইটিস এবং এবসেস বা চোখের ভেতরের ইনফেকশন।
- মেনিনজাইটিস বা ব্রেইনের পর্দার প্রদাহ
- এক্সট্রাডুরাল এবং সাবডুরাল এবসেস
- অস্টিওমায়েলাইটিস (মাথার অস্থির প্রদাহ)
- কেভেরনাস সাইনাস থ্রম্বোসিস প্রভৃতি
- সাইনুসাইটিসের কারণে চোখের ভেতরে ইনফেকশন ঢুকে চোখটি নষ্ট করে দিতে পারে, আবার মাথার ভেতর ইনফেকশন ঢুকে মেনিনজাইটিস এমনকি ব্রেইন এবসেসের মতে মারাত্মক জটিল রোগের জন্ম দিতে পারে।
সাইনুসাইটিস Sinusitis - চিকিৎসা
এলোপ্যাথিতে মূলত এই সমস্যার জন্য এন্টিবায়োটিক, নাকে বিশেষ ধরনের ড্রপ, এন্টিহিস্টামিন, ব্যথানাশক ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে যা বহু ক্ষেত্রেই রোগ পুরুপুরি নির্মূলে ব্যর্থ। তবে এর সবচেয়ে ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। যারা সাইনাসের সমস্যায় আক্রান্ত থাকে তারা মূলত টিউবারকুলার ডায়াথেসিসের পেসেন্ট। এর একমাত্র স্থায়ী চিকিৎসা হোমিওপ্যাথি। রেজিস্টার্ড কোন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিলে এই সমস্যা নির্মূল হওয়া সময়ের ব্যাপার মাত্র ।সাইনুসাইটিস - হোমিওপ্যাথিক ঔষধ
আসুন রেপার্টরি থেকে দেখে নেই সাইনাসের সমস্যার জন্য কি কি হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে।যা যা জেনেছেন
- সাইনাস কি
- সাইনুসাইটিসের লক্ষণ
- এলার্জি সাইনোসাইটিস
- সাইনোসাইটিস হলে করনীয়
- সাইনাসের প্রতিকার
- সাইনোসাইটিস দূর করার উপায়
- সাইনোসাইটিস হোমিও চিকিৎসা
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤