যন্ত্রণাদায়ক পেটের পীড়া ক্রনস ডিজিজ Crohn's disease হল ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ - আইবিডি বা Inflammatory bowel disease - IBD এর একটি রূপ। এই রোগে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যেকোন স্থান আক্রান্ত হতে পারে। সাধারণত স্মল ইনটেসটাইনের একটি বিশেষ অংশ ইলিয়াম বেশি ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো কোলনও আক্রান্ত হতে দেখা যায়। এ রোগে পরিপাকতন্ত্রের নালির গাত্রে স্কার (ক্ষত) বা ফাইব্রোসিস হতে থাকে এবং নালি সরু হয়ে যেতে থাকে। জটিলতা হিসেবে পায়খানার সমস্যা হওয়া, ফোড়া, ফিস্টুলাও হতে পারে।
পুরুষ মহিলা যে কেউ এই সমস্যায় আক্রান্ত হতে পারে। বর্তমানে প্রায় ৩ মিলিয়ন আমেরিকান আইবিডি এর সমস্যায় ভুগছেন। এই রোগ যেকোন বয়সেই হতে পারে তবে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেই বেশি হতে দেখা যায়।
পূর্বে ইউরোপ ও আমেরিকায় এ রোগটি দেখা গেলেও আমাদের উপমহাদেশের জনগণের মধ্যে তেমন দেখা যেত না। তবে বর্তমানে পশ্চিমা দেশগুলোর খাদ্যাভ্যাস ও সংস্কৃতি অনুকরণের ফলে আমাদের দেশের মানুষের মধ্যেও ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস হতে দেখা যাচ্ছে। একটি তুলনামুলক সমীক্ষাতে জানা গেছে যে, এশিয়ার অন্যান্য দেশ থেকে এই রোগের প্রাদুর্ভাব ভারতেই সবচাইতে বেশি।
পুরুষ মহিলা যে কেউ এই সমস্যায় আক্রান্ত হতে পারে। বর্তমানে প্রায় ৩ মিলিয়ন আমেরিকান আইবিডি এর সমস্যায় ভুগছেন। এই রোগ যেকোন বয়সেই হতে পারে তবে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেই বেশি হতে দেখা যায়।
পূর্বে ইউরোপ ও আমেরিকায় এ রোগটি দেখা গেলেও আমাদের উপমহাদেশের জনগণের মধ্যে তেমন দেখা যেত না। তবে বর্তমানে পশ্চিমা দেশগুলোর খাদ্যাভ্যাস ও সংস্কৃতি অনুকরণের ফলে আমাদের দেশের মানুষের মধ্যেও ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস হতে দেখা যাচ্ছে। একটি তুলনামুলক সমীক্ষাতে জানা গেছে যে, এশিয়ার অন্যান্য দেশ থেকে এই রোগের প্রাদুর্ভাব ভারতেই সবচাইতে বেশি।
ক্রনস ডিজিজ -টাইপ
পরিপাক তন্ত্রের কোন স্থানে হচ্ছে এর উপর ভিত্তি করে একে বিভিন্ন টাইপে ভাগ করা হয়ে থাকে। যেমন -- Ileocolitis - ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের শেষ প্রান্ত যাকে বলা হয় ইলিয়ামের শেষ প্রান্ত এবং কোলনকে আক্রান্ত করে।
- Ileitis - শুধু ইলিয়ামকে আক্রান্ত করে
- Gastroduodenal Crohn's Disease - পাকস্থলি এবং ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের প্রথম দিক অর্থাৎ ডিউডেনামকে আক্রান্ত করে
- Jejunoileitis - ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের উপরের অর্ধাংশ অর্থাৎ জেজুনাম আক্রান্ত করে
- Crohn's (Granulomatous) Colitis - বৃহদান্ত্র অথাৎ কোলনকে আক্রান্ত করে
ক্রনস ডিজিজ - উপসর্গ
- ক্রমাগত ডায়রিয়া বা পাতলা পায়খানা
- জ্বর, ক্লান্তিবোধ
- মুখে ঘা হওয়া
- পেটে ব্যথা, পেট ফাঁপা এবং টান ধরা
- পেটে জ্বালাপোড়াসহ ব্যথা
- বমি বমি ভাব বা বমি
- ঢেঁকুর আসা, বুক জ্বালা
- মলের সাথে রক্ত যাওয়া
- মলদ্বার দিয়ে রক্তক্ষরণ
- পায়ুপথে ব্যথা হওয়া
- ওজন কমে যাওয়া
ক্রনস ডিজিজ - কারণ
- বংশে কারো ক্রনস ডিজিজ থাকলে এই রোগে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়
- রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব
- পরিবেশের প্রভাব, যেমন শহরে বসবাস করা
- ফ্যাট সমৃদ্ধ ও পরিশোধিত খাবার খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে
- পূর্ব ইউরোপীয় বংশোদ্ভূতদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি
ক্রনস ডিজিজ - প্রতিরোধ
ক্রোনস ডিজিজ প্রতিরোধ করার জন্য যেগুলি করা দরকার- এনিম্যাল ফুড বা প্রাণীজ খাদ্য পরিহার করুন
- প্লান্ট বা উদ্ভিজ্জ খাদ্য খাওয়ার অভ্যাস করুন
- ধূমপান থেকে দূরে থাকুন। চেষ্টা করুন ধূমপানের অভ্যাস পরিত্যাগ করার। তাহলে এই রোগ থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারবেন
- মদ্য পানের অভ্যাস থাকলে পরিত্যাগ করুন
- রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলার জন্য নিয়ন্ত্রিত জীবনযাপন করুন
- গবেষণায় দেখা গেছে, শিল্প,কারখানা আছে এরকম জায়গার আশেপাশে বাস করলে ক্রোন ডিজিজের পরিমাণ বেড়ে যায়। তাই, স্বাস্থ্যকর পরিবেশে থাকা দরকার। আর পরিবেশ সম্পর্কে একটু বেশি সচেতন থাকা প্রয়োজন
ক্রনস ডিজিজ - চিকিৎসা
হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য চিকিৎসা শাস্ত্রে ক্রনস ডিজিজ এর কোন স্থায়ী চিকিৎসা নেই। বর্তমান বিশ্বে এর একমাত্র স্থায়ী চিকিৎসা হল হোমিওপ্যাথি। অন্যান্য চিকিৎসা শাস্ত্রে এই সমস্যার উপসর্গকে কমিয়ে রাখার চিকিৎসা দেয়া হয়ে থাকে এবং জীবন যাত্রার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। কিন্তু রোগীর নিজের বিস্তারিত জেনে এবং নিকট আত্মীয়ের হিস্ট্রি পর্যালোচনা করে যত্ন নিয়ে চিকিৎসা করলে ধীরে ধীরে এই সমস্যা স্থায়ীভাবে সেরে উঠে এক মাত্র হোমিওপ্যাথিক চিকিৎসায়।
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤