সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মলদ্বারের অর্শ্ব বা গেজ রোগে কার্যকরী হোমিওপ্যাথিক পাইলস ড্রপস

হোমিওপ্যাথিক পাইলস ড্রপস কার্যকর সেসকল রোগীদের জন্য যাদের অর্শ্ব রোগের ফলে মলদ্বারে ব্যথা, জ্বালা, ফোলা, পায়ুপথে রক্ত যাওয়ার মতো জটিলতাগুলি রয়েছে। পাকস্থলীর জটিল রোগগুলোর মধ্যে পাইলস অন্যতম। যখন পায়ুপথে এসব শিরার সংক্রমণ এবং প্রদাহ হয়, চাপ পড়ে তখন হেমোরয়েডস বা পাইলসে প্রদাহ হয়। যাকে সাধারণ ভাষায় অর্শরোগ বলা হয়।

পাইলসের প্রধান কারণগুলো হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিণ্যে ভোগা, পুরনো ডায়রিয়া, মলত্যাগে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। এছাড়া পারিবারিক ইতিহাস, আঁশযুক্ত খাবার কম খাওয়া, ভারি মালপত্র বহন করা, স্থুলতা, কায়িক শ্রম কম করা। গর্ভকালীন সময়ে, পায়ুপথে যৌনক্রিয়া, যকৃত রোগ বা লিভার সিরোসিস ইত্যাদি কারণে রোগের আশংকা বেড়ে যায়। সর্বোপরি পোর্টাল ভেনাস সিস্টেমে কোনো ভাল্ব না থাকায় উপরিউক্ত যে কোনো কারণে পায়ু অঞ্চলে শিরাগুলোতে চাপ ফলে পাইলস সৃষ্টি হয়।
অর্শ্ব রোগে কার্যকরী হোমিওপ্যাথিক পাইলস ড্রপস

পাইলস হলে কি সমস্যা হয়

  • মলদ্বারে ফুলা ও ব্যথা
  • মলদ্বারে চুলকানি
  • মলদ্বার দিয়ে রক্ত যাওয়া
  • পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত দেখা যায়
  • মলত্যাগের সময় মলদ্বার নিচের দিকে নেমে যাওয়া 

হোমিওপ্যাথিক পাইলস ড্রপস

এই সমস্যায় নিকটস্থ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিন। এছাড়াও মলদ্বারের অর্শ্ব বা গেজ রোগে কার্যকরী হোমিওপ্যাথিক পাইলস ড্রপস ব্যবহারেও আপনি উপকার পেতে পারেন। 
এটি মূলত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকদের দীর্ঘ চিকিৎসা জীবনের  অভিজ্ঞতা লব্ধ ফলাফল। যার মাধ্যমে আপনি পাইলস রোগের জটিল উপসর্গ বা কষ্টগুলি থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করতে পারেন। 
এর মূলত কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিছুটা সময় ধরে এই ড্রপস খেয়ে গেলে পাইলস এর জটিল উপসর্গ গুলি যেমন মলদ্বারে ব্যথা, জ্বালা, ফোলা, পায়ুপথে রক্ত যাওয়ার মতো জটিলতাগুলি ধীরে ধীরে দূর হতে থাকে এবং এক সময় রোগী পূর্ণ সুস্থতা লাভ করে থাকেন।
Dr. Delowar Jahan Imran
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤