সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

ভেরিকোসিল এর হোমিও ঔষধ ! R 42, PK-40, Rax 66, Varicocele Drops কতটা কার্যকর ??

Varicocele Drops, R 42, PK-40, Rax 66 এই ঔষধগুলি মূলত Varicose vein অর্থাৎ শিরাস্ফীতির ক্লিনিক্যাল আইটেম যেগুলি মূলত বেশ কিছু হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশন যা ভেরিকোসিল বা শিরাস্ফীতির সমস্যা আদৌ নির্মূল করে না। এই সকল ঔষধ শুধু মাত্র বাণিজ্যিক উদেশ্যে তৈরী করা হয়ে থাকে যেগুলি আদৌ রোগ নির্মূল করে না, সামান্য একটু আরাম দেয় মাত্র। 
এই সব হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এই গুলি ভেরিকোসিল বা শিরাস্ফীতির সমস্যা আদৌ নির্মূল করে না। 
হোমিওপ্যাথির ক্ষেত্রে রোগীর কেইস টেকিং এর উপর ভিত্তি করে ঔষধ এবং ঔষধের নির্দিষ্ট শক্তি প্রয়োগ করা হয়ে থাকে এবং রোগীর রোগের পর্যায় এবং তীব্রতাভেদে সময়ে সময়ে ঔষধের শক্তি বা পোটেন্সি পরিবর্তন করা হয়ে থাকে এবং রোগী ধীরে ধীরে সুস্থতার দিকে আগায় এবং একসময় সুস্থতা লাভ করে থাকেন। কিন্তু ক্লিনিক্যাল আইটেমে বহু ক্ষেত্রেই রোগীর নির্দিষ্ট ঔষধগুলি থাকে না বিধায় সেগুলি অধিকাংশ ক্ষেত্রেই রোগ আরোগ্যে ব্যর্থ হয় বা কিছুটা উপশম দেয় মাত্র।
Dr. Delowar Jahan Imran
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤