কার্বাঙ্কল মূলত লাল, ফোলা এবং ব্যথাযুক্ত একপ্রকার ফোঁড়া এবং এই ফোড়া বেশ বেদনাদায়ক হয়ে থাকে যেগুলি গুচ্ছাকারে ত্বকের নীচে একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই ফোঁড়া বা কার্বাংকল Carbuncle বা দুষ্টব্রণ হচ্ছে চামড়ার লোমকূপ বা হেয়ার ফলিকলের একপ্রকার সংক্রমণ যেগুলির মধ্যে পুঁজ থাকে। এই যন্ত্রণাদায়ক কার্বাংকল শরীরের যেকোন স্থানেই হতে পারে যেমন - নিতম্ব, উরু, কুঁচকি এবং বগলে। তবে তা পিঠে ও ঘাড়ের পিছন দিকে সবচেয়ে বেশি হতে দেখা যায়। মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি কার্বাংকলে আক্রান্ত হয়ে থাকে। যেহেতু এই সমস্যা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সংক্রামক তাই একই সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের কার্বাংকল হতে পারে। প্রায়ই কার্বাংকল এর কারণ নির্ণয় করা যায় না।
একই ভাবে Synthesis Repertory তে কার্বাংকলCarbuncle এর জন্য যে মেডিসিনগুলি রয়েছে -
এই ঔষধগুলি থেকে চিকিৎসক কেইস টেকিং এর সময় আপনার বিস্তারিত তথ্যাদি নিয়ে আপনার উপযোগী ঔষধ আপনার শরীরে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করবেন। এই সমস্যায় কেউ আক্রান্ত হয়ে থাকলে অভিজ্ঞ কোন হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করে সুচিকিৎসা নিন, দেখবেন সমস্যাটি কিছুটা সময়ের ব্যবধানে চিরতরে নির্মূল হয়ে আপনি সুস্থ হয়ে উঠছেন। ধন্যবাদ
কার্বাংকল Carbuncles - কারণ
বেশির ভাগ কার্বাংকল Staphylococcus Aureus ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এই ব্যাকটিরিয়াগুলি চুলের ফলিকল, ছোট আঁচড় বা ছিদ্র দিয়ে ত্বকে প্রবেশ করে সংক্রমণ ঘটায়, যদিও কখনও কখনও প্রবেশের কোনও সুস্পষ্ট বিন্দু থাকে না। সংক্রমণটি ছোঁয়াচে, অর্থাৎ এটি দেহের অন্যান্য অংশে বা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।
কার্বাঙ্কল যেকোন জায়গায় হতে পারে। কিন্তু তা পিঠে ও ঘাড়ের পিছন দিকে হতে সবচেয়ে বেশি দেখা যায়। মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি কার্বাংকলে আক্রান্ত হয়ে থাকে। যেহেতু সমস্যা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সংক্রামক তাই একই সময়ে পরিবারের অন্যান্য সদস্যদের কার্বাংকল হতে পারে। প্রায়ই কার্বাংকল এর কারণ নির্ণয় করা যায় না।
কার্বাংকল Carbuncles - লক্ষণসমুহ
- চামড়ার নিচে ফোলা পিণ্ড দেখা দেয়া
- লাল বর্ণ ধারণ করা এবং জ্বালাপোড়া করা
- স্পর্শকাতর ব্যথা হওয়া
- খুব দ্রুত বেড়ে উঠা
- পুঁজ দ্বারা পরিপুর্ণ থাকা
- পুঁজ বের হওয়া
- অন্যান্য ত্বকের অংশে ছড়িয়ে পড়া
- জ্বর জ্বর অনুভব করা
- অস্বস্তি বোধ করা
- ক্লান্তি বোধ করা
- কার্বাংকল হওয়ার পূর্বে ত্বকে চুলকানি
কার্বাংকল Carbuncles - ঝুঁকিতে আছেন যারা
- কিডনি সমস্যা যাদের আছে
- লিভারের সমস্যা যাদের আছে
- ডায়াবেটিস যাদের আছে
- দুর্বল ইমিউন সিসটেম
- পুরাতন চর্মরোগ যাদের আছে
কার্বাংকল Carbuncles - চিকিৎসা
চিকিৎসা দিতে গিয়ে দেখেছি যারা এই সমস্যায় আক্রান্ত হন তারা সুচিকিৎসা না পেয়ে দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটি নিয়ে কষ্টকর একটি জীবন যাপন করে আসছেন। অথচ প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসায় কার্বাংকল Carbuncles বা শরীরে এই ফোঁড়ার সমস্যা চিরতরে নির্মূল হয়ে যায়। হোমিওপ্যাথিতে এই সমস্যা নির্মূলের অনেক মেডিসিন রয়েছে। এখানে Oscar E Boericke এর রেপার্টরী থেকে দেখানো হলো -
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤