ফ্যারিনজাইটিস কি? আমাদের গলার পেছনে অবস্থিত ফ্যারিংসের সংক্রমণকেই মূলত ফ্যারিনজাইটিস বলা হয়ে থাকে। Pharyngitis খুব যন্ত্রণাদায়ক একটি সমস্যা, বিশেষ করে এই সমস্যায় আক্রান্ত হলে আপনি যখন ঢোক গিলতে যাবেন সে সময় ভীষণ কষ্ট হতে পারে অনেক সময়। অ্যাকিউট ফ্যারিঞ্জাইটিস সাধারণত ভাইরাসজনিত ইনফেকশনের কারণে হয়ে থাকে (৪০-৮০%)। এছাড়া ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন, ফাঙ্গাসজনিত ইনফেকশন, দূষণ সৃষ্টিকারী বস্তু এবং রাসায়নিক পদার্থের কারণেও এই রোগ হতে পারে। ফ্যারিঞ্জাইটিসের চিকিৎসা মূলত এর লক্ষণের উপর নির্ভর করে
লক্ষণ এবং উপসর্গ
ফ্যারিনজাইটিস(Pharyngitis) সমস্যার প্রধান লক্ষণসমূহের মধ্যে রয়েছে গলা ব্যাথা, জ্বর, টনসিলে পুঁজ, এবং লিম্ফ নোড এর স্ফীতি। এক্ষেত্রে নিচের মত অন্যান্য লক্ষণও থাকতে পারে-- মাথায় যন্ত্রণা (মাথা ব্যাথা)
- বমি করা বা বমির প্রবণতা (বমি ভাব)
- পেট ব্যথা
- মাংশ পেশিতে যন্ত্রণা
- দেহ, বা মুখ বা গলায় ফুসকুড়ি (ক্ষুদ্র লালচে স্ফোটক)। এটি সুনির্দিষ্ট লক্ষণ, তবে সচরাচর তা দেখা যায় না।
কারণসমূহ
- ভাইরাসজনিত ইনফেকশন
- ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন
- যারা সর্দি ও ফ্লুতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকে (যেমন স্বাস্থ্যকর্মী) তাদের ফ্যারিঞ্জাইটিস হওয়ার সম্ভাবনা থাকে।
- যাদের অ্যালার্জি ও সাইনাস ইনফেকশন আছে তাদের এই রোগ হওয়ার ঝুঁকি রয়েছে।
- পরোক্ষ ধূমপানের কারণেও ফ্যারিঞ্জাইটিস হতে পারে।
- সাধারণত সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা ও মনোনিউক্লেওসিসের মতো ইনফেকশনের কারণে ফ্যারিঞ্জাইটিস হয়ে থাকে।
চিকিৎসা
এই সমস্যায় মূলত হোমিও চিকিৎসাই সবচেয়ে কার্যকর। হোমিওপ্যাথিতে রয়েছে এই সমস্যা নির্মূলের জন্য রয়েছে বহু শক্তিকৃত ঔষধ। ফ্যারিনজাইটিস সেটা যে পর্যায়েরই হোক না কেন অভিজ্ঞ চিকিৎসকের তথ্যাবধানে হোমিও চিকিৎসা নিলে এই সমস্যা এক সময় নির্মূল হয়ে যায়।
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤