পুরুষের অণ্ডকোষের বৃদ্ধি বা একশিরা বা হাইড্রোসিল Hydrocele এর প্রধান লক্ষণ হলো হলো ব্যথাবিহীন অণ্ডকোষ ফোলা। অনেকেই এটাকে পুরুষের গোপন রোগ বা একশিরা নামেও ডেকে থাকে। এটি পুরুষদের একটি বা দুটি অণ্ডকোষেই হতে পারে। স্থায়ী ভাবে নির্মূল করতে এই সমস্যার সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো হোমিওপ্যাথি।
হাইড্রোসিল - লক্ষণ ও উপসর্গ
- এই রোগটি দেখলেই বুঝতে পারা যায় যে অণ্ডকোষ সাধারন এবং স্বাভাবিক আকার হতে অনেক বড় দেখায়। কোন কোন ক্ষেত্রে এত বড় হয় যে দেখতে নারিকেলের মত দেখায়। কখনো একটি আবার কখনো দুটিই এত বড় হয়ে পারে।
- অণ্ড ফুলে মোটা হয়ে যায় এবং নরম বোধ হয়। অণ্ডকোষের দুটি পর্দার মধ্যে যে তরল পদার্থ জমে তা বুঝতে পারা যায়। কারণ হাত দিয়ে অণ্ডকোষ সমেত একটি অণ্ড চেপে ধরলে এবং মৃদু চাপ দিলে নরম বোধ হবে।
- এই রোগের অণ্ডকোষের চামড়া পুরু এবং মোটা হয় কিন্তু কোরণ্ড হলে চামড়া অত্যন্ত মোটা হবে তবে এর মধ্যে কোন প্রকার তরল পদার্থের সঞ্চালন পাওয়া যাবে না।
- জ্বালা যন্ত্রণা বা টাটানি বেদনা থাকে আবার কখনো থাকে না এবং অণ্ডকোষের চামড়া ও এর নিচের তন্তু গুলো পুরু হয়ে থাকে। অধিকাংশ সময় একই অণ্ডকোষে এইরোগ হয় আবার কোন কোন ক্ষেত্রে দুটি অণ্ডই এক সাথে আক্রান্ত হতে পারে।
- যদি আঘাত জনিত কারণে এই রোগ হয় তবে ঐ স্থানে বেদনা হয় এবং টান টান একটা ভাব থাকে, এমন কি রোগী এটি স্পর্শ করতে দিতে চায় না।
- যদি রোগ জীবানু সংক্রান্ত কারণে হয় তবে আক্রমনের সাথে সাথেই জ্বর ভাব চলে আসে, তবে দেহের তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায় না।
- অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, এই রোগের আক্রমনের সাথে সাথে স্পার্মেটিক কর্ড কিছুটা ফুলে যায় এবং তাতে প্রদাহ ভাব সৃষ্টি হয়।
- অনেক সময় নির্দিষ্ঠ দিকের গ্রন্থীগুলি ফুলে উঠে এবং তাতে ভয়ানক বেদনা থাকে। এছাড়া যৌন রোগ সংক্রান্ত কারণে যেমন সিফিলিস, গনোরিয়া ইত্যাদি কারনেও এটি হতে পারে।
- আবার রোগী ফাইলেরিয়া রোগে আক্রান্ত হলেও এই উপসর্গটি দেখা দিতে পারে। তখন পা ফোলে এবং পায়ের শিরা স্ফীত হয়ে উঠে। এতে অণ্ডকোষে বেশি পরিমান জল সঞ্চয় হয় এবং অনেক বেশি ফুলে যায়।
হাইড্রোসিল বা একশিরা - রোগ নির্ণয়
সাধারণত শারীরিক পরীক্ষা করে হাইড্রোসিল নির্ণয় করা হয়। অণ্ডথলি ফুলে গিয়ে বড় হয় এবং চাপ দিলে ব্যথা লাগে না। সাধারণত চার পাশের পানির কারণে অণ্ডকোষে হাত দিয়ে অনুভব করা যায় না। পেটে কিংবা অণ্ডথলিতে চাপ দিলে কখনো পানিপূর্ণ থলি বড় বা ছোট হতে পারে, এ রকম হলে বুঝতে হবে ইনগুইনাল হার্নিয়া রয়েছে। অণ্ডকোষের চার পাশে পানি থাকে বলে অণ্ডকোষ হাত দিয়ে অনুভব করা না-ও যেতে পারে। সে ক্ষেত্রে অন্য পরীক্ষার প্রয়োজন হতে পারে। অন্ডথলির আলট্রাসাউন্ড ইমেজিং করেই নির্ণয় করা যায়।হাইড্রোসিল বা একশিরা - চিকিৎসা
এই রোগের কোন এলোপ্যাথিক চিকিৎসা নেই। তাই এলোপ্যাথিক চিকিৎসকগণ এই সমস্যাটি হলে চিকিৎসা বিজ্ঞানের আরেকটি শাখা সার্জারিতে ট্রান্সফার করে থাকে। কিন্তু সার্জারী করে এটি ঠিক করলেও আবার হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই। তাই সার্জারি মূলত হাইড্রোসিলের কোন স্থায়ী চিকিৎসা নয়। হাইড্রোসিল বা একশিরা সমস্যার সবচেয়ে কার্যকরী চিকিৎসা হলো হোমিওপ্যাথি। অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিলে এই রোগ স্থায়ী ভাবে দূর হয়ে যায় এবং আর ফিরে আসে না। হাইড্রোসিল সার্জারি কিভাবে করা হয়ে থাকে দেখুন এখানে >>>হাইড্রোসিল বা একশিরা - হোমিওপ্যাথিক ঔষধ
অনেকেই চিন্তা করেন অনলাইন সার্চ করে দুয়েকটি হোমিওপ্যাথিক ঔষধের নাম জেনে সেগুলি খেলেই তার হাইড্রোসিল ভালো হয়ে যাবে। যারা এমনটা চিন্তা করেন তারা মূলত হোমিওপ্যাথি সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না। হোমিও ঔষধ প্রয়োগ করার নির্দিষ্ট কিছু নিয়মনীতি রয়েছে আর একেক জনের ক্ষেত্রে একেক রকম ঔষধ প্রয়োগ করতে হয় অর্থাৎ নির্দিষ্ট রোগের নির্দিষ্ট কোন ঔষধ নেই।
এখানে রেপার্টরীতে দেখুন হাইড্রোসিলের জন্য কি কি ঔষধ রয়েছে। এখান থেকে কেইস টেকিং এর মাধ্যমে পেসেন্টের জন্য মেডিসিন সিলেক্ট করা হয়ে থাকে যা করে থাকেন রেজিস্টার্ড এবং দক্ষ একজন হোমিও চিকিৎসক।
যা যা জেনেছেন
- একশিরা রোগের উপসর্গ
- একশিরা রোগ কেন হয়
- হাইড্রোসিল কেন হয়
- হাইড্রোসিল অপারেশন
- একশিরা অপারেশন
- একশিরা হলে কি করতে হবে
- একশিরা হলে কি করণীয়
- হাইড্রোসিল হোমিও চিকিৎসা
- হাইড্রোসিল রোগের চিকিৎসা
- হাইড্রোসিল অপারেশন ভিডিও
- একশিরা রোগের হোমিও চিকিৎসা
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤