বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

প্যানক্রিয়াটাইটিস এর প্রকৃত কারণ এবং কার্যকর সমাধান

অগ্ন্যাশয়ের প্রদাহ অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস Pancreatitis অ্যাকিউট বা ক্রনিক যেটিই হোক না কেন এর পেছনে রয়েছে কিছু প্রকৃত কারণ। এই কারণগুলি হোমিওপ্যাথিক নিয়মে ইনভেস্টিগেশন করে নির্ণয় করতে হয় যা অন্য কোন প্রকারে নির্ণয় করা দুরহ ব্যাপার। হোমিওপ্যাথি ছাড়া অন্য যেকোন চিকিৎসা ব্যবস্থায় যে কারণগুলির কথা বলা হয়ে থাকে সেগুলি মূলতঃ অগ্ন্যাশয়ের প্রদাহ জেগে উঠার ক্ষেত্রে ট্রিগার করে থাকে। তাই উপরি উপরি চিন্তা করে সেগুলির উপর ভিত্তি করে চিকিৎসা দিলে এই রোগ আদৌ সারানো যায় না।

তাই এই রোগের চিকিৎসা নিতে হলে এর প্রকৃত কারণগুলি নির্ণয় করতে একটি প্রপার হোমিওপ্যাথিক ইনভেষ্টিগেশন প্রয়োজন। এবার আসুন প্যানক্রিয়াটাইটিস এর প্রকৃত এবং অপ্রকৃত কারণগুলি সম্পর্কে জেনে নেই।
প্যানক্রিয়াটাইটিস এর প্রকৃত কারণ

প্যানক্রিয়াটাইটিস এর অপ্রকৃত কারণগুলি কি কি

  • মদ্যপান
  • গলব্লাডারে পাথর
  • অগ্নাশয়ের বংশগত সমস্যা
  • এলোপ্যাথিক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন: স্টেরয়েড
  • পেটে আঘাত পাওয়া
  • প্যানক্রিয়াটিক ক্যান্সার
  • মাম্পস

প্যানক্রিয়াটাইটিস এর প্রকৃত কারণগুলি কি কি

  • পিটিস (পোস্ট ট্রমা সিম্পট্রোম)
  • পিআরএস (পোস্ট রেবিস সিম্পট্রোম)
  • টিবি প্রিডোমিনেন্ট
  • সোরা
  • সাইকোটিক
উপরিউক্ত কারণগুলি হল আমাদের ডিএনএ তে বিদ্যমান প্রকৃত রোগ যেগুলি ভাইটাল ফোর্সের দুর্বলতম মুহূর্তে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে বিভিন্ন প্রকার রোগলক্ষণ জাগিয়ে তুলে।
 
এই রোগ থেকে সেরে উঠতে প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসাই হলো বর্তমান বিশ্বে সর্বাধিক কার্যকর উপায়। প্যানক্রিয়াটাইটিস এর মতো জটিল প্রকৃতির সমস্যার সুচিকিৎসার জন্য অবশ্যই হোমিওপ্যাথিক নিয়মে ইনভেষ্টিগেশন করে প্রকৃত রোগ বা কারণগুলি নির্ণয় করে সেগুলির চিকিৎসা করা জরুরী। এর জন্য দক্ষ একজন হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং চিকিৎসা নিন। আশা করি নিরাশ হবেন না।
Dr. Delowar Jahan Imran
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤