Wednesday, April 3, 2019

গ্যাংগ্রিন (Gangrene) পচনশীল দূষিত ঘা বা ক্ষত! নিরাময় হতে পারে যেভাবে।

গ্যাংগ্রিন (Gangrene) দূষিত পচা হয়ে থাকে যখন টিস্যু বা কলাতে পচন ধরে। এটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে - শুকনো, ভেজা এবং গ্যাস গ্যাংগ্রিন। একেক টির ক্ষেত্রে একেক রকম লক্ষণ প্ৰকাশ করতে পারে। গ্যাংগ্রিন (Gangrene) বা গ্যাংরিন একটি গুরুতর অবস্থা সংঘটিত হয় শরীরের টিস্যু মারা গেলে। কোন আঘাত বা সংক্রমণের ফলে অথবা রক্ত সঞ্চালনের কোনো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা ভোগার ফলে এটি হতে পারে। গ্যাংরিন প্রাথমিক কারণ রক্ত সঞ্চালনের টিস্যুর কমে যাওয়া যেটি কোষের মৃত্যুর কারণ। ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদী ধূমপান গ্যাংগ্রিনের ঝুঁকি বৃদ্ধি করে।
শুকনো গ্যাংগ্রিন (Dry Gangrene)
 • এই প্রকার গ্যাংগ্রিন মূলত ডায়বেটিস রোগীদের বেলায় বেশি দেখা যায়
 • ধীরে ধীরে রোগের বিস্তার হয়
 • খুব বেশি দুর্গন্ধ থাকে না৷
 • আক্রান্ত চামড়া শুকনো এবং কখনো কালো বর্ণের হয়ে থাকে 
 • সাধারণত ইনফেকশন থাকে না
ভেজা গ্যাংগ্রিন (Moist Gangrene)
 • সাধারণত ইনফেকশন থাকে
 • ক্ষতস্থান থেকে দুর্গন্ধ বের হবে
 • দ্রুত রোগের বিস্তার হয় 
 • আক্রান্ত চামড়া ভেঁজা ভেঁজা হয়ে থাকে
 • প্রথম দিকে আক্রান্ত স্থানের চামড়া লালচে এবং পরে নীলাভ বর্ণ ধারণ করে 
গ্যাস গ্যাংগ্রিন (Gas Gangrene)
 • চামড়ার ক্ষতস্থানে ইনফেকশন থাকে
 • আক্রান্ত স্থান থেকে দুর্গন্ধ বের হয়
 • আক্রান্ত স্থান লালচে বর্ণের হয়ে থাকে 
 • ব্যাকটেরিয়া আক্রমণ করে গ্যাস তৈরি করে 
 • দ্রুত ব্যবস্থা না নিলে রোগীর মৃত্যু হতে পারে
গ্যাংগ্রিনের উন্নত চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। এর জন্য এক্সপার্ট কোন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নিন।
গ্যাংগ্রিন (Gangrene) পচনশীল দূষিত ঘা বা ক্ষত! নিরাময় হতে পারে যেভাবে। ডাঃ ইমরান - ডিএইচএমএস, পিডিটি (হোমিও মেডিসিন), ঢাকা 5 of 5
গ্যাংগ্রিন (Gangrene) দূষিত পচা হয়ে থাকে যখন টিস্যু বা কলাতে পচন ধরে। এটা বিভিন্ন প্রকারের হয়ে থাকে - শুকনো, ভেজা এবং গ্যাস গ্যাংগ্রিন। একে...
ডাঃ ইমরান; ডিএইচএমএস(হোমিওপ্যাথি) এবং ডিএমএস(অ্যালোপ্যাথি), ঢাকা।
আনোয়ার টাওয়ার, আল-আমিন রোড, কোনাপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা।
ফোন : ০১৬৭১-৭৬০৮৭৪ এবং ০১৯৭৭-৬০২০০৪

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

No comments:

Post a Comment