Wednesday, February 20, 2019

নারীদের ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার Ovarian Cancer কারণ এবং উপসর্গ

নারীদের জরায়ুর দুই পাশে একটি করে মোট দুইটি ডিম্বাশয় থাকে। সেখানে যে ক্যান্সার হয়ে থাকে তাকেই মূলত ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার (Ovarian Cancer) বলা হয়ে থাকে। সেখানে তিন ধরনের ক্যান্সার হতে দেখা যায় -
 • এপিথেলিয়াল টিউমারস বা ক্যান্সার (Epithelial Tumor or Cancer)
 • স্ট্রোমাল(Stromal Cancer)
 • জার্ম সেল(Germ Cell Cancer)
সাধারণত সুস্থ অর্থাৎ স্বাভাবিক কোষগুলো জিনগত পরিবর্তনের মাধ্যমে ক্যান্সার কোষে পরিনত হয়ে থাকে। ক্যান্সার আক্রান্ত সেলগুলো খুব দ্রুত সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে এবং টিউমার গঠন করে। এক পর্যায়ে মেটাস্টেসিস প্রক্রিয়ার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

ওভারিয়ান ক্যান্সার (Ovarian Cancer) - উপসর্গ

ডিম্বাশয় ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এবং উপসর্গ অনুপস্থিত বা খুব সূক্ষ্ম হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই রোগ সনাক্তকরণ এবং নির্ণয় করতে কয়েক মাস লেগে যায়, এর মধ্যেই রোগ ছড়িয়ে পড়ে অনেক। ডিম্বাশয় ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ব্যথাহীন হতে থাকে। লক্ষণ দেখা দেওয়ার পরে এর উপ্সর্গগুলো পরিবর্তিত হতে থাকে। কম মারাত্মক টিউমারের সাধারণ লক্ষণগুলি পেটে ব্যথা বা শ্রোণীচক্রের ব্যথা অন্তর্ভুক্ত করতে পারে। ডিম্বাশয় ক্যান্সারের সবচেয়ে সাধারণ উপসর্গগুলির মধ্যে রয়েছে....
 • পেট ফুলে যাওয়া বা স্ফীতি
 • পেটে ব্যথা বা পেলভিক ব্যথা
 • খাওয়ার অসুবিধা
 • ঘন ঘন মুত্রত্যাগ
 • অস্বাভাবিক মেন্সট্রুয়াল সাইকল
 • ক্ষুধা না লাগা
 • বদহজম
 • বমিভাব ও বমি
 • গ্যাস বেড়ে যাওয়া
 • কোষ্ঠ্যকাঠিন্য
 • পিঠ ব্যথা
 • ভ্যাজাইনাল ব্লীডিং
 • ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া
এই ক্যান্সারে ওভারিতে ব্যথা বাড়তে পারে । যে উপসর্গগুলিতে দেখা যাবে পেট-শ্রোণীচক্রের উপর চাপ সৃষ্টি করে। যদি এই লক্ষণগুলি স্বাভাবিকের চেয়ে বেশি বা বেশি গুরুতরভাবে ঘটতে থাকে, বিশেষত এই ধরনের উপসর্গগুলির উল্লেখযোগ্য ভাবে পুর্বের চেয়ে বেশি হয়, তাহলে সেটা ডিম্বাশয় ক্যান্সার বিবেচনা করা হয়।

ওভারিয়ান ক্যান্সার (Ovarian Cancer) - ঝুঁকি

ডিম্বাশয় ক্যান্সারের হওয়ার ঝুঁকি থাকে মহিলাদের বেশি। সাধারণত যাদের কম মাসিক চক্র, মাসিক না হওয়া, বুকের দুধ খাওয়ানো, মৌখিক গর্ভনিরোধক ওষুধ, একাধিক গর্ভধারণ করা এবং অল্প বয়সে গর্ভাবস্থা থাকে ইত্যাদি সমস্যা থেকে এই রোগের সম্ভবনা বেশি। ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি হ্রাস করা হয় টিউবাল লাইগেশনে উভয় ডিম্বাশয় অপসারণ করে বা গর্ভাশয় উচ্ছেদন বা হেস্টেরেক্টমি (একটি অপারেশন যা গর্ভাশয়, এবং কখনও কখনও গর্ভাশয়ের সার্ভিক্স অপসারণ করা হয়)। এছাড়াও বয়সও একটি ঝুঁকি কারণ। এ ছাড়া....
 • যে সব মহিলাদের ব্রেস্ট ক্যানসার রয়েছে
 • ব্রেস্ট ক্যানসার বা ওভারিয়ান ক্যানসার এর পারিবারিক ইতিহাস রয়েছে
 • যারা ৫ বছর বা তার অধিক সময় ধরে শুধু estrogen replacement নেয়
 • অধিক বয়স্ক মহিলা

ওভারিয়ান ক্যান্সার (Ovarian Cancer) - চিকিৎসা

এর জন্য তেমন কোন এলোপ্যাথিক ঔষধ নেই তাই ওভারিয়ান ক্যানসার এর সকল স্টেইজ চিকিৎসার জন্য সার্জারী ব্যবহার করা হয়। মূলত ওভারিয়ান ক্যান্সার (Ovarian Cancer) চিকিৎসার জন্য উন্নত হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে তবে এরজন্য এক্সপার্ট কোন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে চিকিৎসা নেয়া জরুরী।
নারীদের ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার Ovarian Cancer কারণ এবং উপসর্গ ডাঃ ইমরান - ডিএইচএমএস, পিডিটি (হোমিও মেডিসিন), ঢাকা 5 of 5
নারীদের জরায়ুর দুই পাশে একটি করে মোট দুইটি ডিম্বাশয় থাকে। সেখানে যে ক্যান্সার হয়ে থাকে তাকেই মূলত ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার (Ovarian C...
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
ডিএইচএমএস(হোমিওপ্যাথি), ডিএমএস(অ্যালোপ্যাথি),
বিএসসি এন্ড এমএসসি(+মেডিক্যাল ফিজিক্স); ঢাকা
আনোয়ার টাওয়ার, আল-আমিন রোড, কোনাপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা।
ফোন : ০১৬৭১-৭৬০৮৭৪ এবং ০১৯৭৭-৬০২০০৪

সকল আপডেট পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের সাথে।

No comments:

Post a Comment