আগের পর্বে আমরা পুরুষদের ভেরিকোসিল Varicocele কি অর্থাৎ অন্ডকোষের শিরাস্ফীতি কি এ সম্পর্কে জেনেছি। এই পর্বে আমরা জানবো ভেরিকোসিল Varicocele হওয়ার কারণ কি অর্থাৎ ঠিক কি কি কারণে পুরুষদের ভেরিকোসিলের মত এটি জটিল সমস্যার সৃষ্টি হয়ে থাকে।
মূলত স্ক্রোটামেরর স্পার্মাটিক কর্ডের মাধ্যমে রক্ত অণ্ডকোষে প্রবাহিত হয়ে থাকে। কোন কারণ বশতঃ যদি টেস্টিকিউলার ভেইনের ভিতরের ভাল্ভ ঠিক ঠাক ভাবে কাজ করতে না পারে তাহলেই ভেরিকোসিল সৃষ্টি হয়। মূলত এখানে স্ক্রোটামের ভেতরে Pampiniform Plexus নামক কিছু ভেইনের মধ্যেই রক্ত জমে গিয়ে সেগুলি অর্থাৎ শিরাগুলো প্রসারিত হয়ে যায় এবং ফুলে যায়। যেহেতু সেখানে দূষিত রক্ত জমা হতে থাকে তাই অনেকের ক্ষেত্রেই শিরা বা তার আশেপাশের অঞ্চলে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। বিষয়টি আপনারা ইতিমধ্যেই জেনেছেন। এবার আসুন জেনে নেই কি কারণে ভেরিকোসিল হয়ে থাকে।
মূলত স্ক্রোটামেরর স্পার্মাটিক কর্ডের মাধ্যমে রক্ত অণ্ডকোষে প্রবাহিত হয়ে থাকে। কোন কারণ বশতঃ যদি টেস্টিকিউলার ভেইনের ভিতরের ভাল্ভ ঠিক ঠাক ভাবে কাজ করতে না পারে তাহলেই ভেরিকোসিল সৃষ্টি হয়। মূলত এখানে স্ক্রোটামের ভেতরে Pampiniform Plexus নামক কিছু ভেইনের মধ্যেই রক্ত জমে গিয়ে সেগুলি অর্থাৎ শিরাগুলো প্রসারিত হয়ে যায় এবং ফুলে যায়। যেহেতু সেখানে দূষিত রক্ত জমা হতে থাকে তাই অনেকের ক্ষেত্রেই শিরা বা তার আশেপাশের অঞ্চলে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। বিষয়টি আপনারা ইতিমধ্যেই জেনেছেন। এবার আসুন জেনে নেই কি কারণে ভেরিকোসিল হয়ে থাকে।
আপনি যখন কোন রোগ ব্যাধির পেছনের কারণ খুঁজতে যাবেন বহু ক্ষেত্রেই এর প্রকৃত কারণটি খুঁজে পারেন না। হ্যা, এটাই সত্য। ঠিক কি কারণে ভ্যারিকোসিল হয় তা নিশ্চিত করে অনেক ক্ষেত্রেই বলা যায় না। তবে নিম্নুক্ত কিছু কারণে ভেরিকোসিল সৃষ্টি হতে প্রায়ই দেখা যায় -
- স্ক্রোটাম এবং টেস্টিসে আঘাত পাওয়া
- যৌন বাহিত রোগে আক্রান্ত হওয়া
- যৌন বাহিত রোগে তীব্র এন্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া
- যক্ষা এবং এই সংক্রান্ত এলোপ্যাথিক চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া
- তীব্র যৌন উত্তেজক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
- তীব্র হস্তমৈথন আসক্তি এবং এক সময় হঠাৎ ছেড়ে দেয়া
- ভারী জিনিস উত্তোলনের কাজ করা
- সামরিক বাহিনীর প্রশিক্ষণ
- দীর্ঘদিন যাবৎ ক্রমাগত দাঁড়িয়ে কাজ করা
- দীর্ঘদিন যাবৎ ক্রমাগত গরম পরিবেশে কাজ করা
- এছাড়াও অনেক অজানা কারণেও ভেরিকোসিল হতে পারে
যে বিষয়গুলি আপনি জেনেছেন -
- Varicocele কি
- ভেরিকোসিল কি
- ভেরিকোসিল কেন হয়
- ভেরিকোসিল কি ভাল হয়
- ভেরিকোসিল চিকিৎসা

ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤