পুরুষদের প্রতিটি টেস্টিসের বা অণ্ডকোষের উপরের অংশ যেখানে বীর্য সংরক্ষিত হয় তাকে এপিডিডাইমিস বলে। এর মাধ্যমে শুক্রাণু টেস্টিকল থেকে স্পার্মাটিক নালীতে যেয়ে থাকে। এতে কোন ধরনের অস্বাভাবিক থলি বা সিস্ট ডেভেলপ করলেই তাকে স্পার্মাটোসিল (Spermatocele) বা স্পার্মাটিক সিস্ট (Spermatic or Epididymal Cyst) বলা হয়।
কিন্তু স্পার্মাটোসিল আকারে বেশি বড় হয়ে গেলে বা অসুবিধার সৃষ্টি করলে অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শ ক্রমে চিকিৎসা নিন। এই রোগের আরেকটি চিকিৎসা হলো সার্জারি, যাকে স্পার্মাটোসেলেক্টোমি (Spermatocelectomy) বলা হয়ে থাকে। এর জন্য আপনাকে অভিজ্ঞ কোন সার্জনের পরামর্শ নেয়া জরুরী।
স্পারমাটোসিল মূলত কি ?
- দুধের মতো বা পরিষ্কার তরল থাকতে পারে
- সাধারণত মৃত শুক্রাণু থাকতে দেখা যায়
- আবার জীবন্ত শুক্রাণুও থাকতে পারে
কারণ ও লক্ষণ
স্পার্মাটোসিল(Spermatocele) এর সঠিক কারণ অজানা। তবে কোন কারণে যদি ইফারেন্ট নালীতে ব্লকেজ দেখা যায় তবে এই রোগ হতে পারে।এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা যে লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:- টেস্টিস বা শুক্রাশয়ে ব্যথা হতে পারে
- অণ্ডথলিতে চাকা/পিণ্ড অনুভূত হতে পারে
- অণ্ডথলি ফুলে যেতে পারে
- কারো কারো ক্ষেত্রে প্রস্রাব আটকে যাওয়া
- কুঁচকিতে ব্যথা হতে পারে
- ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়া
- পুরুষত্বহীনতা দেখা দিতে পারে
- কনুইয়ের দুর্বলতা দেখা দিতে পারে
- পায়ে শক্ত পিণ্ড দেখা দিতে পারে
স্পার্মাটোসিল (Spermatocele) এর চিকিৎসা
সাধারণত যখন এটি ছোট থাকে এবং একই অবস্থানে থাকে তখন এর কারণে পুরুষদের প্রজনন ক্ষমতায় কোন সমস্যা হয় না এবং চিকিৎসার প্রয়োজন হয় না। তবে এর কারনে ব্যথা হলে অথবা পুরুষাঙ্গে রক্ত সরবরাহ কমে গেলে বা পুরুষত্বহীনতার লক্ষণ দেখা দিতে থাকলে এই রোগের চিকিৎসা নিতে হয়। যদি স্পার্মাটোসিলের আকারে কোন পরিবর্তন না আসে অর্থাৎ একটি আকৃতিতে থাকে এবং অন্য কোন সমস্যার সৃষ্টি না করে তাহলে চিকিৎসার প্রয়োজন হয় না।কিন্তু স্পার্মাটোসিল আকারে বেশি বড় হয়ে গেলে বা অসুবিধার সৃষ্টি করলে অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শ ক্রমে চিকিৎসা নিন। এই রোগের আরেকটি চিকিৎসা হলো সার্জারি, যাকে স্পার্মাটোসেলেক্টোমি (Spermatocelectomy) বলা হয়ে থাকে। এর জন্য আপনাকে অভিজ্ঞ কোন সার্জনের পরামর্শ নেয়া জরুরী।
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤