মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

পুরুষদের ভেরিকোসিল Varicocele এর লক্ষণ ও উপসর্গ কি কি ?

ভেরিকোসিল রোগের লক্ষণ : আগের পর্বগুলিতে আমরা জেনেছি পুরুষদের ভেরিকোসিল Varicocele কি, কিভাবে সৃষ্টি হয় এবং এর কারণগুলি কি কি। আজকের পর্বে আমরা জানবো পুরুষের এই জটিল সমস্যায় কি কি লক্ষণ এবং উপসর্গ সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ ভেরিকোসিলের কি কি ক্লিনিক্যাল ফিচার আছে এই সম্পর্কে বিস্তারিত জানবো।

মূলত পুরুষদের অন্ডথলি বা স্ক্রোটামের ভেতরে Pampiniform plexus নামক কিছু শিরার নেটওয়ার্ক থাকে যেগুলির মধ্যেই দূষিত রক্ত জমে গিয়ে সেগুলি অর্থাৎ শিরাগুলো প্রসারিত হয়ে যায় এবং ফুলে যায়। যেহেতু সেখানে দূষিত রক্ত জমা হতে থাকে তাই সেগুলি ফুলতে থাকে এবং শিরা বা তার আশেপাশের অঞ্চলে ব্যথা বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। কারো কারো ক্ষেত্রে শুধু ফোলাটাই পরিলক্ষিত হয় বহু দিন যাবৎ কিন্তু কোন ব্যথা বা জ্বালা থাকে না। আসুন জেনে নিই ভেরিকোসিল হলে কি কি লক্ষণ এবং উপসর্গ সৃষ্টি করতে পারে -
  • টেস্টিসের উপরের শিরাগুলিতে টক্সিক ব্লাড বা দূষিত রক্ত জমে শিরাগুলি ফুলে যায়
  •  শিরাগুলি পেঁচিয়ে যায় এবং প্রসারিত হয়ে যায়
  • টেস্টিসের উপরের শিরাগুলি কাল বা নীল বর্ণ ধারণ করে
  • স্পার্মাটিক কর্ডে ব্যথা হয় এবং কেচুর মতো ফুলে যায়
  • অন্ডকোষ বা টেস্টিসে ব্যথা অনূভুত হয়
  • অন্তথলি বা স্ক্রোটাম ঝুলে যায়
  • অণ্ডথলিতে চাকা বা পিণ্ড
  • কুঁচকিতে ব্যথা
  • অণ্ডথলি বা স্ক্রোটাম ফুলে উঠে
  • বন্ধ্যাত্ব - অনেকের ক্ষেত্রেই দেখা যায়
  • তলপেটে ব্যথা অনুভূত হয় কারো ক্ষেত্রে
  • অনৈচ্ছিক মূত্রত্যাগ
  • পুরুষত্বহীনতা দেখা দেয়
  • পুরুষাঙ্গে ব্যথা হওয়া
  • পায়ুপথে ব্যথা হওয়া
উপরিউক্ত লক্ষণগুলি একই সাথে সবার ক্ষেত্রে প্রকাশ পাবে না। লক্ষণ এবং উপসর্গগুলি পার্সন টু পার্সন ভেরি করে। কারো ক্ষেত্রে দুয়েকটি লক্ষন প্রকাশ পায় কারো ক্ষেত্রে তারও বেশি। আবার দেখা গেছে কারো ক্ষেত্রে শুধু শিরা ফুলে আছে বহু বছর যাবত অথচ কোন ব্যথা বা জ্বালা নেই। কিন্তু হঠাৎ করেই এক সময় ব্যথা শুরু হয়ে গেলো। যথা সময়ে এই রোগের চিকিৎসা না নিলে এক সময় বেশ জটিলতার সৃষ্টি করে থাকে।

যা যা জেনেছেন 

Dr. Delowar Jahan Imran
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤