মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

যৌন বা শারীরিক অক্ষমতা (Sexual Inefficiency) নারী ও পুরুষের সমস্যা

যৌন বা শারীরিক অক্ষমতা (Sexual-Inefficiency) নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। যদিও আমাদের সমাজে পুরুষরাই এই সমস্যাটি বেশি অনুভব করে থাকেন। পুরুষদের মধ্যে এর জন্য
  • লিঙ্গের শিথীলতা বা উত্থানহীনতা (Erectile Dysfunction)
  • দ্রুতস্খলন (Premature Ejaculation)
  • যৌন আকাঙ্খার অভাব (Lack of Sexual Desire)
ইত্যাদি বেশি হতে দেখা যায়। অন্যদিকে নারীদের ক্ষেত্রে 
  • যৌনকামনা নষ্ট হয়ে যায়
  • মিলনের চরম পর্যায়ে উত্তেজনা হারানো
  • যোনির শুষ্কতা এবং ব্যথা হতে দেখা যায়
এর পেছনে রয়েছে কিছু কারণ যা নির্ণয় করে সমস্যাটি দূর করার চেষ্টা করা হয়ে থাকে। যদিও অনেক ক্ষেত্রে কারণ নির্ণয় করাও সম্ভব হয়ে উঠে না সেক্ষেত্রে প্রপার একমাত্র হোমিও চিকিৎসা ছাড়া এর থেকে মুক্তি পাওয়া দুরূহ হয়ে উঠে।
Dr. Delowar Jahan Imran
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤