বুধবার, ১০ মার্চ, ২০২১

নেশা Intoxication বা প্রচন্ড আসক্তির চিকিৎসা ! ড্রাগস, জুয়া, লটারি, সমকামীতা, মৈথন, বিকৃত যৌনাচার ইত্যাদি

কোন বিষয়ে প্রচন্ড আসক্তি বা Intoxication নেশার সুচিকিৎসা হলো হোমিওপ্যাথি। আমরা রোগাক্রান্ত হলে আমাদের দেহ মনে যে লক্ষণ ও উপসর্গ পরিলক্ষিত হয় সেগুলিকে রোগের নাম দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে বিভিন্ন ট্রিটমেন্ট সিস্টেমে। কিন্তু একমাত্র হোমিওপ্যাথি ছাড়া এই সকল সমস্যার পেছনের প্রকৃত কারণটি নির্ণয় করে সুচিকিৎসা দিতে ব্যর্থ হয় অন্যান্য চিকিৎসা শাস্ত্রগুলি বিশেষ করে এলোপ্যাথিক চিকিৎসা শাস্ত্র। সাধারণত স্থানিকভাবে একটি লক্ষণ বা উপসর্গ নিয়ে কাজ করে এলোপ্যাথি কিন্তু হোমিওপ্যাথিতে রোগীর পা থেকে মাথা পর্যন্ত সমস্ত লক্ষণ বা উপসর্গকেই আমলে নেয়া হয়। তাছড়া রোগীর ডিএনএ DNA তে প্রিডোমিনেন্ট প্রকৃত রোগটি নির্ণয় করে সর্বোচ্চ কার্যকর চিকিৎসা নিশ্চিত করে থাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম।
নেশা বা প্রচন্ড আসক্তির চিকিৎসা

নেশা বা প্রচন্ড আসক্তি কি কি হতে পারে?

কোন একজন রোগীর জীবন দর্শন পর্যালোচনা করলে আমরা এই সমস্ত ক্ষেত্রে কোন ব্যক্তির নিম্ন লিখিত বিষয়গুলিসহ অন্যান্য নির্দিষ্ট কিছু বিষয়ের প্রতি প্রচন্ড আসক্তি বা নেশা থাকার প্রবণতা পেয়ে থাকি-
  • মদ্যপান (Liquor or Alcohol)
  • ড্রাগস এর প্রতি আসক্তি (Drugs)
  • জুয়া বা বাজী ধরার নেশা (Gambling)
  • সিগারেট বা তামাকের নেশা (Smoking)
  • লটারি কেনার নেশা (Buying Lottery Tickets)
  • প্রচণ্ড যৌন আসক্তি (The Intoxication of sexual Activity)
  • প্রচন্ড হস্তমৈথুন আসক্তি (Masturbation Addiction)
  • বিপরীত লিঙ্গের প্রতি প্রচন্ড আসক্তি (The Opposite Sex Intoxication)
  • সমকামিতা এবং সম-লিঙ্গের প্রতি প্রচন্ড আসক্তি (Intoxication Towards Homosexuals)
  • বিকৃত যৌনাচারে আসক্তি (Intoxication of Perverted Sex)
  • টাকা আয় করার প্রচন্ড তীব্র নেশা (Addiction to Make Money)
  • কাউকে নির্যাতন করার তীব্র নেশা (Addiction to Torture Someone)
  • কাউকে মারধর/আহত করার তীব্র নেশা (The Intoxication of Hurting Someone)
  • কাউকে সন্দেহ করার তীব্র নেশা (The Intoxication of Suspecting Someone)
  • ইত্যাদি 
এই যে মানুষিক কিছু অবস্থার কথা আপনারা জেনেছেন এইগুলি মূলতো কোন রোগ নয় কিন্তু রোগীর ডিএনএ DNA তে প্রিডোমিনেন্ট প্রকৃত রোগ কর্তৃক সৃষ্ট কিছু লক্ষণ বা উপসর্গ অর্থাৎ রেজাল্ট অফ ডিজিস।

নেশা বা প্রচন্ড আসক্তির চিকিৎসা

ইতিপূর্বে আপনারা জেনেছেন, আমাদের ডিএনএ DNA তে প্রিডোমিনেন্ট প্রকৃত রোগগুলি আমাদের দেহ মনে যেসকল লক্ষণ ও উপসর্গ পরিলক্ষিত সৃষ্টি করে সেগুলিকে রোগের নাম দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে বিভিন্ন ট্রিটমেন্ট সিস্টেমে। এক্ষত্রে এলোপ্যাথির মতো বিভিন্ন স্থানিক চিকিৎসা স্থায়ী ভাবে সমস্যাটি নির্মূলের ক্ষেত্রে প্রায় অকার্যকর। কারণ যেহেতু এখানে আপনার DNA তে প্রিডোমিনেন্ট প্রকৃত রোগটি এইসকল মানুষিক লক্ষণ বা সমস্যাগুলির জন্য দায়ী তাই হোমিওপ্যাথিক নিয়মে ইনভেষ্টিগেশন করে সেই প্রকৃত রোগটি নির্ণয় করে সেটিকে রিসিসিভ করে দিলেই এই সমস্ত নেশা বা কোন কিছুর প্রতি প্রচন্ড আসক্তি বা ঝোক ধীরে ধীরে দূর হয়ে যায়। 

বিভিন্ন নেশা বা প্রচন্ড আসক্তির সমস্যায় আক্রান্ত যারা আছেন, প্রপার হোমিওপ্যাথিক ইনভেষ্টিগেশনে সে সকল পেশেন্টের শৈশবের জীবনদর্শনের আলোকে তাদের DNA তে নিম্নোক্ত True Disease গুলিই  অধিকাংশ ক্ষেত্রে Predominant অবস্থায় পাওয়া যায়-
  • Psoric Predominant (Casual Individual)
  • Syphilitic Predominant (Selfish Individual)
  • PRS Predominant (Horrible Individual)
অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসক মূলতঃ রোগীর  DNA তে প্রিডোমিনেন্ট True Disease টি নির্ণয় করে প্রপার হোমিও চিকিৎসার মাধ্যমে ধারাবাহিক ভাবে সেগুলি নিষ্ক্রিয় করার মাধ্যমে বিভিন্ন প্রকার ড্রাগস, জুয়া বা বাজী ধরার নেশা, লটারি, সমকামীতা, মৈথন, বিকৃত যৌনাচার, সমকামিতাসহ অন্যান্য সকল প্রকার মানুষিক প্রবণতা দূর করে রোগীর সুস্বাস্থ্য ফিরিয়ে আনবেন। 

যা যা জেনেছেন

  • হস্তমৈথুন ছাড়ার উপায়
  • সমকামিতা থেকে মুক্তির উপায়
  • সমকামিতার চিকিৎসা
  • গে জীবন থেকে মুক্তির উপায়
  • নেশা থেকে মুক্তির উপায়
  • যৌন উত্তেজনা কমানোর উপায়
  • মানসিক উত্তেজনা কমানোর উপায়
  • কামভাব দূর করার উপায়
  • উত্তেজনা কমানোর ট্যাবলেট
  • হস্তমৈথুন থেকে মুক্তি লাভের উপায়
  • অতিরিক্ত উত্তেজনা কমানোর হোমিও ঔষধ
Dr. Delowar Jahan Imran
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤