বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

জিডিএম টাম্মি ক্লিন GDM Tammy Clean কোষ্ঠ পরিষ্কারক প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট

টাম্মি ক্লিন GDM Tammy Clean - কোষ্ঠ কাঠিন্যযুক্ত আইবিএস, কিছু কিছু ওডিএস অর্থাৎ বাধাগ্রস্থ মল ত্যাগের প্রবৃত্তি সমস্যায়, পাইলস বা অর্শ এবং কঠিন প্রকৃতির গ্যাস্ট্রিক রোগের ক্ষেত্রে দুর্দান্ত উপকারী ফুড বা ডায়েটারি সাপ্লিমেন্ট। এটি মূলত কিছু প্রাকৃতিক উপাদানের মিশ্রনে তৈরী করা কোলন ও পাকস্থলী পরিষ্কারক যার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

ডায়েটারি সাপ্লিমেন্ট হলো একটি বস্তু বা উপাদান যা কোন খাবারের পরিবর্তে ব্যবহার করা হয়ে থাকে। ঐ খাবারের সমস্ত উপাদান সমূূহ সাপ্লিমেন্টের পরিপূরক হিসাবে দেয়া হয়, যাতে ঐ বস্তুর মধ্যে সঠিক মাত্রায় গুনগত মান ঠিক রেখে সমস্ত পুষ্টির মান সমূহ দেয়া থাকে। ডায়েটারি সাপ্লিমেন্টের উপাদান সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু উপাদানের সমন্বয়ে তৈরী হয়ে থাকে। ডায়েটারি সাপ্লিমেন্ট সমূহ বিভিন্ন অবস্থায় পাওয়া যেতে পারে- যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সফট জেল, জেলক্যাপ, লিকুইড বা তরল এবং পাউডার আকারে। টাম্মি ক্লিন Tammy Clean মূলত পাউডার আকারে পাওয়া যায়। 
টাম্মি ক্লিন কোষ্ঠ কাঠিন্যযুক্ত আইবিএস ও কঠিন গ্যাস্ট্রিক রোগের প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট
ডায়েটারি সাপ্লিমেন্ট বিভিন্ন রোগের ঝুঁকি হতে আপনাকে রক্ষা করবে। সাথে সাথে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনার বিভিন্ন অরগানের কার্যক্ষমতা দ্রুত বাড়াবে। টাম্মি ক্লিন তেমনি একটি ফুড সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট যা কোষ্ঠ কাঠিন্যযুক্ত আইবিএস ও কঠিন প্রকৃতির গ্যাস্ট্রিক রোগের ক্ষেত্রে দুর্দান্ত উপকারী প্রমাণিত হয়েছে। 

মূল্য এবং প্রাপ্তিস্থান

  • জিডিএম টাম্মি ক্লিন মূল্য: ৭০০/= টাকা
  • প্রাপ্তিস্থান:- গোল্ডেন ডেইজ ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেড, আব্দুল আজিজ প্লাজা (৩য় তলা), নিউ টাউন আ/এ, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
  • ফোনঃ 01600-372714 (ফোনে যোগাযোগ করে কুরিয়ার করেও নিতে পারেন)

টাম্মি ক্লিন কি কি কাজ করে?

  • কোষ্ঠ কাঠিন্যযুক্ত আইবিএস সমস্যায় সুফল দায়ক
  • কিছু কিছু ওডিএস অর্থাৎ বাধাগ্রস্থ মল ত্যাগের প্রবৃত্তি সমস্যায় সুফলদায়ক
  • কঠিন গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া বন্ধ করে
  • পাকস্থলী পরিষ্কার রাখে
  • দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • হজমশক্তি বৃদ্ধি করে 
  • এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে
  • দেহে রক্ত সঞ্চালন বাড়ায়
  • দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে
  • রক্তের খারাপ কোলেস্টেরল কমায়
  • লিভারের সংক্রমণ প্রতিরোধ করে
  • লিভারে পিত্তরস নিঃস্বরণ বাড়ায়
  • শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে

কারা কারা টাম্মি ক্লিন ব্যবহার করবেন না

  • যারা আমাশয় ও ডায়রিয়ার সমস্যায় আক্রান্ত
  • যারা মিউকাস কোলাইটিস এ আক্রান্ত 
  • যারা ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) অর্থাৎ অলসারেটিভ কোলাইটিস ও ক্রনস ডিজিজে আক্রান্ত
  • যারা আমাশয় ও ডায়রিয়াযুক্ত আইবিএস সমস্যায় আক্রান্ত
  • টাম্মি ক্লিন শিশু এবং গর্ভবর্তী মহিলাদের জন্য উপযোগী নয়
কোষ্ঠ কাঠিন্যযুক্ত আইবিএস, পাইলস বা অর্শ, ও কঠিন প্রকৃতির গ্যাস্ট্রিক সমস্যায় আপনার চিকিৎসকের পরামর্শক্রমে ফুড সাপ্লিমেন্ট হিসেবে টাম্মী ক্লিন Tammy Clean ব্যবহার করতে পারেন। তবে যেকোন সমস্যার জটিল অবস্থায় রেজিস্টার্ড এবং অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।
Dr. Delowar Jahan Imran
ডাঃ দেলোয়ার জাহান ইমরান
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক (রেজিঃ নং-৩৩৪৪২)
ডিএইচএমএস (বিএইচএমসি এন্ড হসপিটাল), ডিএমএস; ঢাকা
যোগাযোগঃ নিউটাউন হোমিও হল, নিউটাউন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা
Phone: +88 01671-760874; 01977-602004 (শুধু এপয়েন্টমেন্টের জন্য)
About Me: Profile ➤ Facebook ➤ YouTube ➤